বুধবার বেলা সোয়া ১১ টার দিকে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ নির্দেশের কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, সরকার নির্ধারিত ভর্তি ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ আগামী সাতদিনের মধ্যে ফেরত দিয়ে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। আর যে সকল প্রতিষ্ঠান এটি করবে না সেসব শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন ও কমিটি বাতিল করা হবে। পাশাপাশি বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘কারা কারা অতিরিক্ত ফি নিয়েছে সে তালিকা আমাদের কাছে আছে। এরপরো আমরা সময় দিচ্ছি। যারা ফেরত দেবে তাদের নাম তালিকায় রাখা হবে না।’
উল্লেখ্য, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার যুক্তি দেখিয়ে ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের বেতন নতুন বছরের শুরুতে ব্যাপক হারে বাড়ানো হয়, যার প্রতিবাদে রাস্তায় নামেন অভিভাবকরা।
এই প্রেক্ষাপটে গত ১৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় বর্ধিত বেতন ও ফি আদায় না করার নির্দেশ দেয়।
সূত্র-বিবার্তা
মন্তব্য করুন