বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

পালংখালী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পালংখালী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

অনলাইন বিজ্ঞাপন

রফিক মাহামুদ, উখিয়া ॥

বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলার আওতাধীন পালংখালী ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজুল ইসলাম ফয়েজ, জাহাঙ্গীর আলম ও তারেকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে পালংখালী ইউনিয়নবাসী ও বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রার মধ্যদিয়ে ফুলেল শুভেচ্ছা সিক্ত করেছেন।

৩ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩টায় উপজেলার কোটবাজার থেকে পালংখালী পর্যন্ত প্রায় ৪শ’ মটর বাইক, নোহাসহ বিভিন্ন গাড়ী সহকারে পথসভায় মিলিত হয়। উখিয়া সদর স্টেশন, বালুখালী পানবাজার স্টেশন, থাইংখালী স্টেশন ও পালংখালী স্টেশনে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, জেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর তনয়া দেশমাতা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নয়নশীল স্ব-নির্ভর বাংলাদেশ গড়তে হলে যুবলীগের তৃণমূলের নেতাকর্মীদের একাকার হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পথসভা শেষে দলীয় নেতাকর্মীদের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও তারেকুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM