সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এর পূর্ব পাশে লাগোয়া আগর বাগান থেকে বাবুল(১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ঐ কিশোর পূর্ব ডুমখালী গ্রামের মৃত হারুন রশিদ এর পুত্র।
কিশোরের মা খালেদা বেগম জানান, মালুমঘাট বাজারস্থ জমজম হোটল এন্ড রেষ্টুরেন্টে দীর্ঘ ধরে চাকুরী করে আসছে কিশোর বাবুল। হোটলের চাকুরী শেষে প্রতিনিয়ত ঐ কিশোর রাত্রে বাড়ীতে ফিরে যায়।
কিন্তু গত রবিবার ২৪ জানুয়ারি দিবাগত রাতে ঐ কিশোর বাড়ীতে ফিরেনি। রাত্রে ঐ কিশোর বাড়ীতে ফিরে না আসায় তার মা খালেদা বেগম বিভিন্ন স্থানে তার ছেলের খোঁজ-খবর নেয়। এ অবস্থায় ২৫ জানুয়ারী দুপুর ২টায় ঐ বাগানে কাঠ কুড়াতে যাওয়া ৪/৫ কিশোর বাবুল লাশ দেখে হাউমাউ করে চিল্লাচিল্লি শুরু করে। পরে স্থানীয় ইউপি সদস্য শওকত মেম্বার বিষয়টি তাৎক্ষণিক ভাবে চকরিয়া থানার পুলিশকে অবহিত করে। চকরিয়া থানার এস, আই সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে লাশের সুরুত হাল তৈরি করে ময়না তদন্তের কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
মন্তব্য করুন