বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

লাগামহীন দূর্নীতির ফলে সরকারের সফলতা ম্লান হচ্ছে-ইফতেখারুজ্জামান

লাগামহীন দূর্নীতির ফলে সরকারের সফলতা ম্লান হচ্ছে-ইফতেখারুজ্জামান

অনলাইন বিজ্ঞাপন

ওয়াহিদুর রহমান রুবেল,

বর্তমান সরকার নিঃসন্দেহে দেশের উন্নয়নে অভুত পূর্ব ভূমিকা রাখছে। যেটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। তবে বেশ কয়েকটি জায়গায় দূর্নীতি পরিমাণটা লাগামহীন এখনো। তা যদি বন্ধ করা যায় তবে জনগণের জন্য সরকারের যে আন্তরিক মনোভাব সেটি প্রস্ফুটিত হবে। নয়তো দূর্ণীতির কারণে সরকারে সব অর্জন ম্লান হয়ে যাবে। সেদিকে খেয়াল রাখা প্রয়োজস এখন থেকে।

১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুরে স্বচ্ছতা ও জবাবদিহতিা গণতন্ত্রের পূর্বশর্ত এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি(সনাক) চকরিয়া কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুস সুবহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মাওলনা মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফেরদৌস আলী।

দুর্নীতিবিরোধী সভায় কক্সবাজারের সু-শীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রশাসনের নানা পদস্থ কর্মকর্তারা অংশ নেয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM