মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভা অনুষ্ঠিত

ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভা অনুষ্ঠিত

অনলাইন বিজ্ঞাপন

ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাহকে পৌর শহরে রূপান্তরের মাধ্যমে মর্যাদা সম্পন্ন বাসযোগ্য ঠিকানা গড়ে নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে দীপ্ত শপথে বলিয়ান ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সাধারণ সম্পাদক বাছাই কমিটির এক সভা ঈদগাঁও বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৭ জানুয়ারী সন্ধ্যায় আহবায়ক ছৈয়দ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাছাই কমিটির সদস্য এম. আবুহেনা সাগর, সুমন চৌধুরী আগুন, নুরুল হুদা বাহারী, জালাল আহমদ ফর্মুলাসহ আরো অনেকে। এ সভায় উপস্থিত সদস্যরা সর্বদিক যাচাই-বাছাই করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সন্তান সুব্রত দাস জিকুকে সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসাবে প্রবাসী উদ্যোক্তা জাহেদুল ইসলাম স্বদেশকে নির্বাচিত করা হয়। পরে এটি লিখিত আকারে ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতিসহ অপরাপর কর্মকর্তা বরাবরে সুপারিশ আকারে প্রেরণ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM