সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

মহেশখালীর হোয়ানকে চোরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ !

মহেশখালীর হোয়ানকে চোরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ !

অনলাইন বিজ্ঞাপন

মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আলোচিত চোর আমান উল্লাহ প্রকাশ (কালা মনু)  চোরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ বেশ কয়েকটি মামলা রয়েছে মহেশখালী থানায় ।
সুত্রে জানা যায়, পানিরছড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দু ছমদের পুত্র কালা মনু, ছলিম উল্লাহ, রহিম উল্লাহ সহ  জনের এক দল চোরের দল প্রতি নিয়ত পানিরছড়া সহ হোয়ানক ইউনিয়নে বাড়ি, দোকান ও মসজিদ মাদ্রাসার বিভিণœ জিনিস পত্র চুরি করে যাচ্ছে দিনের পর দিন।
তাদের কে প্রশাসনিক ভাবে সহায়তা করে যাচেছ একটি মহল।
গত ৪ ডিসেম্বর স্থানীয় প্রবাসী ফরিদুল আলমের বাড়ির সুপারী গাছ থেকে সুপারী চুরি করার অপরাধে কালা মনু চোরকে হাতেনাতে আটক করে বাড়ির ছেলে মোজাম্মেল সহ স্থানীয় জনতা। পরে উত্তমমাধ্যম দেওয়ার পর ছেড়ে দেয়। এ বিরোধের জের ধরে কালা মনু ভার ভাই রহিম উল্লাহ, ছলিম উল্লাহ সহ একদল চোর ওই দিন রাতে ইশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পানিরছড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মোজাম্মেল হক কে দারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে । এবিষয় নিয়ে ছাত্রটির চাচা আব্দুল মজিদ বাদী হয়ে মহেশখালী কালা মনু কে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করে।
পুলিশ, সম্প্রতি অভিযান চালিয়ে ২ জন কে গ্রেফতার করে জেলে পাটায়। এদিকে প্রধান আসামী চোরের সর্দার কালা মনু চোর প্রবাসীর পুত্র মোজাম্মেল ও তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। তারা র্বতমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় এলাকাবাসী আবিদুল ইসলাম আবিদ জানান, কালা মনু ও তার পরিবারটি  সদস্যরা চোরের সিন্ডিকেটের সাথে  জড়িত। এই পরিবারটি বিগত সময়ে  আমার বাড়ী থেকে ৫ ভরি স্বর্ণ. আব্দুল গনি মেম্বারের কাজ থেকে ১৬ হাজার টাকা, স্থানীয় বাইতুল ফালা মসজিদ থেকে মাইক ব্যাটারী ও স্পীকার চুরি করে তা এলাকাবাসী সকলে জানে। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও অদৃশ্য কারনে  সে ধরাছোয়ার বাইরে ।
স্থানীয়দের অভিযোগ এই চোরদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হউক।
মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, এই চোর সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ রয়েছে , তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM