মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

মহেশখালী উপজেলা আ‘লীগ সম্মেলন বয়কটের ঘোষনা দিলেন দুই প্রার্থী

মহেশখালী উপজেলা আ‘লীগ সম্মেলন বয়কটের ঘোষনা দিলেন দুই প্রার্থী

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
নিজেদের ইচ্ছামত ভেন্যুতে সম্মেলন এবং বির্তকিত কাউন্সিলর তালিকা দিয়ে সম্মেলন ও কাউন্সিল আয়োজন করায় মঙ্গলবারে অনুষ্টিতব্য কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামীলীগ‘র সম্মেলন বয়কট করার ঘোষনা দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী।

সোমবার রাত ১০টায় কক্সবাজারের একটি হোটেলে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে বয়কটের কথা জানিয়েছেন সভাপতি প্রার্থী মো: হোসাইন ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো: শাহ জাহান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা পরিবেশ বিজ্ঞানী ড: আনসারুল করিম।
তারা বলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা এবং মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক প্রার্থী আশেক উল্লাহ রফিক নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে নিরপেক্ষ ভেন্যুতে সম্মেলন না করে তাদের ইচ্ছামত নিজস্ব এলাকায় সম্মেলনের আয়োজন করেছে। যা কোনভাবে মেনে নেয়া যায় না।

সাংবাদিক সম্মেলনে সভাপতি প্রার্থী মো: হোসেন ইব্রাহীম জানান, বারবার সম্মেলনের তারিখ পরিবর্তন করে ১৯ জানুয়ারি ষড়যন্ত্রমূলক এ সম্মেলনের আয়োজন করেছে। তিনি বলেন, সম্মেলনে নিশ্চিত পরাজয় জেনে এক পক্ষের কথা মত কাজ করছে জেলার যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহদুর।
তবে জেলার যে কোন স্থানে সম্মেলনের আয়োজন করলে তারা সেখানে অংশ নেবেন বলে জানান তিনি।
জেলা আওয়ামীলীগ নেতা ড: আনচারুল করিম জানান, এর আগে ১২ জানুয়ারি ভেন্যু পরিবর্তনের দাবিতে প্রার্থীদের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগকে আবেদন করা হয়েছিল। সে সময় জেলা আওয়ামীলীগ’র পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুতে সম্মেলন করার আশ্বাস দেয়া হয়েছিল। সোমবার কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহদুর এমপি এসে একতরফা সম্মেলনের স্থান নির্ধারণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

সাধারণ সম্পাদক প্রার্থী মো: শাহ জাহান বলেন, জেলা আওয়ামীলীগের আশ্বাসের ভিত্তিতে আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমাদের আবেদন আমলে না নিয়ে গত ১৩ বছর ধরে যারা ব্যর্থ রাজনীতি করেছে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে কেন্দ্রীয় আওয়ামীলীগের এ নেতা। তিনি অভিযোগ করে বলেন, জেলার ৮টি উপজেলায় সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সম্মেলন ও কাউন্সিল হয়েছে। অথচ রহস্যজনক কারণে মহেশখালীতে এমপি আশেক উল্লাহ এবং জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা‘র কথা মত নিজস্ব এলাকায় সম্মেলন করছে তারা।

এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে সম্মেলন এবং কাউন্সিল না করায় মঙ্গলবারের উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল বয়কট করার ঘোষনা দেয় তারা।
তবে দাবি মেনে নিলে বাংলাদেশের যেকোন স্থানে সম্মেলনে যেতে তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM