শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

কক্সবাজার মৎস্য অবতরন কেন্দ্র থেকে ৪৬ মণ রিটা মাছ জব্দ

কক্সবাজার মৎস্য অবতরন কেন্দ্র থেকে ৪৬ মণ রিটা মাছ জব্দ

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক॥

কক্সবাজার শহরের ফিসারীঘাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৪৬ মণ রিটা (গুইজ্জা) মাছ জব্দ করেছে পুলিশ। পুলিশের দাবি এসব মাছ ট্রলারথেকে ডাকাতি করা। আর শফিউল আলম বাসির নামের এক ব্যক্তির দাবি এসব মাছ তার ক্রয় করা।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ফিসারীঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলার ভর্তি আসা এসব মাছ জব্দ করা হয়।

কক্সবাজার সদর থানার এস আই মনোয়ার হোসেন জানান, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আল মাসুদ আজাদসহ

অন্যান্যদের দেওয়া তথ্যে গত কয়েকদিন আগে ফিশিং বোট মালিক আমির হোসেন, নুরুল আমিন খোকা ও হাসানের বোট থেকে মাছ ডাকাতি হয়েছে। মাছ গুলো শফিউল আলম বাশির ডাকাতদের কাছ থেকে নিয়ে ফিসারী ঘাটে বিক্রি করতে আনে। মাছগুলো সনাক্ত করে ব্যবসায়ীরা পুলিশকে খবরদেয়। পুলিশ ঘটনা¯’লে এস মাছ গুলো জব্দ করে। কিš‘ শফিউল আলম বাশির জানান, এসব মাছ ডাকাতির মাছ নয়। তিনি ক্রয় করেছেন আরেক মাছ ব্যবসায়ীর কাছ থেকে।

উদ্দেশ্যমুলকভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে । এ অবস্থায় পুলিশ খতিয়ে দেখছে ওসব মাছ আদো ডাকাতির মাছ কিনা। মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আল মাসুদ আজাদ জানান, দীর্ঘদিন ধরে ফিসারীঘাট এলাকায় কিছু ব্যবসায়ী ডাকাতদের কাছ থেকে মাছ ক্রয় করছে। তাদের সাথে ডাকাতদের যোগসাজস রয়েছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। বিষয়টি তদন্তাধিন রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM