শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
কক্সবাজারে কলাতলী সাগর থেকে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাব লে: এম এ হাশেম। এসময় তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন।
শহরতলির নুনিয়ার ছড়া কোস্টগার্ড স্টেশনে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার কোস্টগার্ডের সাব লে: এম এ হাশেম’র নেতৃত্বে একটি দল সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অবস্থান নেয়। এ সময় সাগরের একটি ফিশিং ট্রলারকে সন্দেহ হলে দলটি নিজস্ব জলযান নিয়ে ট্রলারটির গতিরোধ করে।
এসময় কোস্ট গার্ড’র উপস্থিতি টের পেয়ে ট্রলারে অবস্থানরতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তাভর্তি ৩ কোটি ৭৫ লক্ষ টাকার এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসব পরবর্তীতে ধ্বংস করা হয়।
মন্তব্য করুন