শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৭

কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৭

Exif_JPEG_420

অনলাইন বিজ্ঞাপন

ওয়াহিদুর রহমান রুবেল॥

কক্সবাজার শহরের রুমালিয়র ছড়ায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য এক পক্ষ অন্যপক্ষকে দায়ি করছেন।

আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলির দক্ষিণ রুমালিয়র ছড়া এলাকার গুরুর হালদা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা এক পক্ষরা হলেন, স্থানীয় সালা উদ্দিন’র স্ত্রী পাখি আক্তার(৩৫), তার মা খদিজা বেগম(৫৫)।

অন্য পক্ষের আহতরা হলেন নুর আহমদ‘র পুত্র মোর্শেদ(২৬) এবং কাদের হোসেন’র পুত্র সায়েম হোসেন(১৬)।

আহত উভয় পক্ষের লোকজন ঘটনার জন্য একে অন্যকে দায়ি করেছেন।

আহত খদিজা বেগম জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রকি বাহিনীর সদস্য সায়েম ও আলা উদ্দিন তাদের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় তারা মা মেয়েসহ ৪ জন আহত হয়েছেন।

অপরদিকে আহত সায়েম জানিয়েছেন, সে পাখির ভাই আলা উদ্দিনের কাছ থেকে টাকা পাওনাদার ছিলেন। মঙ্গলবার সে টাকা চাইতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে ৩ জন আহত হয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয় লোকজন জানিয়েছেন নিজেদের আধিপত্য জানান দিতে প্রায় এ ধরনের ঘটনার জন্ম দয়ে দিয়ে থাকে কোন এক পক্ষ।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন খান জানান, রুমালিয়র ছড়া এলাকায় সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। যেকোন ধরনের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ রাখা হয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM