মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

অনিয়ম-দূর্নীতির উর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করুন-ডিসি

অনিয়ম-দূর্নীতির উর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করুন-ডিসি

http://alokitocoxsbazar.com/wp-content

অনলাইন বিজ্ঞাপন

নুরুল হোসাইন , টেকনাফ

টেকনাফে সরকারী কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে অনিয়ম-দূর্নীতির উর্ধ্বে উঠে সরকারী উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আহবান জানান।

১২জানুয়ারী বেলা ১১টায় দিকে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন নিয়মিত সফরের অংশ হিসেবে টেকনাফ সফর করেন। টেকনাফে পৌঁছে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি তৃনমূল উন্নয়নে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ স¤পাদক নুরুল বশর প্রমুখ। সভাশেষে তিনি নবনির্মিত টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ ভূমি অফিস ও টেকনাফ মডেল থানা পরিদর্শনের করেছেন বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে। এরপর তিনি বিকালে দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM