অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির রোমান্স সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। পরস্পরকে চমক দিকে পছন্দ করেন তারা। বিশেষ করে বিরাট কোহলির কথা বলার অপেক্ষাই রাখেন না। এর আগেও নানাভাবে প্রেমিকা আনুশকাকে চমক দিয়েছেন তিনি। তবে এবারের চমকটা ছিল একেবারেই ভিন্ন।
একটি সূত্র জানিয়েছে, করণ জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ শুটিংয়ের জন্য আপাতত লন্ডনে ব্যস্ত রয়েছেন আনুশকা। সেখানেই তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল বিরাটের। কিন্তু, যে দিন যাওয়ার কথা ছিল বিরাট তার দুই দিন আগেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেটি জানতেন না আনুশকা। তাকে চমকে দিতে নায়িকার অনুরাগীদের ভিড়ে মিশে ছিলেন বিরাট। নায়িকার ছবি হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে অপেক্ষাও করছিলেন। অন্যান্য দর্শকদের মতো নিজেও আনুশকার সাথে সেলফি তোলার জন্য অনুরোধ জানান তিনি। বিরাটের এমন কান্ড দেখে একেবারেই অবাক আনুশকা।
নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে সরাসরি মুখ খুলতে না চাইলেও নিজেদের কর্মকান্ডের মাধ্যমে একে অপরের প্রতি ভালবাসা ঠিকই প্রকাশ করে যাচ্ছেন বিরাট-আনুশকা। সূত্র: ডিএনএ।
মন্তব্য করুন