বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

কক্সবাজারে ভ্রম্যমান আদালতের অভিযান জরিমানসহ আটক-১

কক্সবাজারে ভ্রম্যমান আদালতের অভিযান জরিমানসহ আটক-১

অনলাইন বিজ্ঞাপন

সাইফুল ইসলাম॥

কক্সবাজারে শহরের পান বাজার সড়কের ১০টি ঔষুধের দোকানে অভিযান চালিয়ে ১লক্ষ ৭০ হাজার টাকার জরিমান ও ১ ফার্মেসী মালিককে ৫ দিনের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। এসময় ৫ লক্ষাধিক টাকার অবৈধ ঔষুধ জব্দ করার পর ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক রাশেল এবং তুষার আহমেদ’র নেতৃত্বে ঔষুধ প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

কারাদন্ড প্রাপ্ত ব্যাক্তির নাম মো: ইদ্রিস। তিনি মোহামদীয় ফার্মেসীর মালিক।

কক্সবাজার ড্রাগ সুপার হোসাইন মো: ইমরান জানিয়েছেন, বিদেশী, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ঔষুধ রাখার দায়ে ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০টি দোকানে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমান ও ১ জনকে ৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, শহরের পান বাজার সড়কে যেসব ঔষুধের দোকান রয়েছে তারা দীর্ঘদিন ধরে এসব অবৈধ ঔষুধ বিক্রি করে আসছিল।
মঙ্গলবার সুনিদ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেসব দোকানে অভিযান চালানো হয়।

জরিমানা দেয়া ফার্মেসীগুলো হচ্ছে আশা মেডিকো ৩০ হাজার টাকা, শর্মা ফার্মেসী ১০ হাজার, শ্যামলী মেডিকো ৩০ হাজার, ঝিনুক ফার্মেসী ৩৫ হাজার, জননী মেডিকো ৩০ হাজার, রণি ট্রেডার্স ২০ হাজার, মোহাম্মদীয় ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জোবাইদা ফার্মেসীর মালিক মো: ইদ্রিসকে আটক করে ৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রম্যমান আদালত।

ড্রাগ সুপার জানান, কোন ফার্মেসী মালিক যেন এসব অবৈধ ঔষুধ বিক্রি করতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM