অনলাইন ডেস্ক

না সেরকম বড় কিছু নয়। অভিষেক বচ্চন তার দাম্পত্য জীবনের সাধারণ দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন। সেখানে জানিয়েছেন, দ্বন্দ্ব হলে তার বিরুদ্ধে একজোট হন মা জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। সম্প্রতি একটি সাক্ষাত্কারে বিবাহিত জীবন ও স্ত্রী ঐশ্বরিয়া রায় সম্পর্কে কথা বলতে গিয়ে এমনটাই জানান অভিষেক।
সাক্ষাত্কারে অভিষেক বচ্চনকে জিজ্ঞাস করা হয়েছিল, যখন ঐশ্বরিয়ার সঙ্গে ঝগড়া হয় তখন জয়া বচ্চন কার পক্ষে যান? উত্তরে বলিউড লাইফকে তিনি বলেন, মা এবং অ্যাশ আমার বিরুদ্ধে চলে যায়। তারা আমার বিরুদ্ধে বাংলায় কথা বলতে থাকে।
অভিষেক আরো জানান, বাঙালি হওয়ায় মা বাংলা ভাল জানেন এবং ঐশ্বরিয়া ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘চোখের বালি’ ছবিতে কাজ করতে গিয়ে বাংলা শিখেছে। তাই যখন তারা আমার বিরুদ্ধে জোটবদ্ধ হয়, তখন বাংলায় কথা বলতে থাকে।
তিনি জানান, নানির বিরুদ্ধে অভিযোগ, আমি পরিবারের একমাত্র সদস্য যে বাংলায় ঠিকমতো কথা বলতে পারি না। এমনকি পা’ও বাংলায় ভালো কথা বলতে পারে। খবর: ওয়ান ইন্ডিয়া।
মন্তব্য করুন