বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

জ্বালাও পোড়াও করায় মানুষ বিএনপিকে ভোট দেয়নি: প্রধানমন্ত্রী

জ্বালাও পোড়াও করায় মানুষ বিএনপিকে ভোট দেয়নি: প্রধানমন্ত্রী

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জ্বালাও পোড়াও করেছে বলেই পৌর নির্বাচনে বাংলার মানুষ বিএনপিকে ভোট দেয়নি। সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়া বিচার হওয়া উচিত। তিনি ব্যর্থতার গ্লানি নিয়ে আদালতে হাজিরা দিয়েছেন।’

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে দেশের উন্নতি হয়। আমরা তারা প্রমাণ রেখেছি। গণতন্ত্র থাকলে দেশে উন্নয়ন হয়। গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রোহানা, চাচা শেখ কবির হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের আস্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খানসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বেলা ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM