মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহরে ভয়াবহ দাবানল

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহরে ভয়াবহ দাবানল

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর ইয়ারলুপে ভয়াবহ দাবানলে প্রায় ৯৫টি বাড়ি ধ্বংস হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই দাবানলে ঐতিহাসিক ইয়ারলুপ শহরের এক তৃতীয়াংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। শহরটি পার্থের দক্ষিণে অবস্থিত। বৃহস্পতিবার রাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়ে। আগুন ৫০ মিটার পর্যন্ত উঁচুতে পৌঁছে যায়। ওই অঞ্চলের শহরগুলোর জন্য দাবানলটি এখনো হুমকি এবং দমকা বাতাসের কারণে শুক্রবার পরিস্থিতি আরো সংকটজনক হয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দমকল বিভাগের কমিশনার ওয়েইনে গ্র্যাসন এক সংবাদ সম্মেলনে বলেন, ইয়ারলুপে দাবানলটির তীব্রতা এতো বেশি যে একে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, দাবানলটি ৫০ হাজারের বেশি হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার দমকল কর্মী আহত এবং দমকল বিভাগের একটি ট্রাক ধ্বংস হয়েছে। প্রাকৃতিক দুর্যোগটি এখন হারভেই ও প্রেস্টেন বিচসহ বেশ কয়েকটি শহরের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM