বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শাহরুখ খান। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি। ‘কাল হো না হো’ ছবির শেষ এই দৃশ্য অনেকেরই হয়তো মনে আছে। দৃশ্যটি দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
কিন্তু এই দৃশ্যই শাহরুখের সন্তানদের দেখতে দেয়া হয়নি। তাদের জন্য অন্যভাবে এডিট করা হয়েছিল ছবির শেষ দৃশ্যটি। এ কথা আজ টুইটারে শেয়ার করেছেন খোদ বলিউড ‘বাদশা’ই।
সম্প্রতি শাহরুখের এক অনুরাগী টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ‘কাল হো না হো’-র শেষ দৃশ্যটি দেখে কেঁদে ফেলেছে শাহরুখের এক ছোট্ট অনুরাগী। শাহরুখের মৃত্যুর দৃশ্য কিছুতেই মেনে নিতে পারেনি মেয়েটি। সেই প্রসঙ্গেই শাহরুখ জানিয়েছেন, তার ছেলেমেয়েদেরও দৃশ্যটি দেখতে দেননি তিনি।
মন্তব্য করুন