রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন

চকরিয়ায় হামলায় গৃহবধূ আহত

চকরিয়ায় হামলায় গৃহবধূ আহত

অনলাইন বিজ্ঞাপন

চকরিয়া অফিস:
চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেতেরা বেগম (৫০) নামের এক গৃহবধূ আহত হয়েছে। আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকাল ৪টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড়ের খোদারকুম এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ সেতারার স্বামী আবুল কালাম বলেন, গত শনিবার বিকেলে পাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে ঝগড়া হয় আমার বাচ্চার। এর জের ধরে ওইদিন বিকাল ৪টার দিকে স্থানীয় বখাটে খোকন, কফিল ও রাসেল দলবল নিয়ে আক্রমণ চালায় আমার বাড়িতে। এ সময় তারা আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে। এতে সে গুরুতর আহত হলে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM