সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) এক সদস্যকে ফেরত পাঠিয়েছে বিজিবি(বর্ডার গার্ড বাংলাদেশ)।
বুধবার দুপুর ১টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিজিপির সঙ্গে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের পর তাকে স্বদেশে ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবি রামু ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শফিউল আজম পারভেজ।
ফেরত পাঠানো লাতুংহ্লা (২০) মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সিপাহী।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে নাইক্ষ্যংছড়ির আশারতলী পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করে বিজিবির নিয়মিত টহল দলের সদস্যরা।
পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন রামুর ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শফিউল আজম পারভেজ এবং বিজিপির পক্ষে নেতৃত্ব দেন ২ নম্বর বর্ডার পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল চ তুই জা।
লে. কর্ণেল শফিউল আজম পারভেজ বলেন, ফেরত বিজিপির সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদের পর বিজিপিকে অবহিত করা হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাকে স্বদেশে ফেরত দেয়া হয়।
মন্তব্য করুন