মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ ছাত্রলীগ‘র ৬৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগ এক বর্ণাঢ্য র্যলী’র আয়োজন করে। মঙ্গলবার সাড়ে ৪ টায় র্যালীটি শহরের জেলে পার্ক মাঠ থেকে শুরু হয়ে রুমালিয়র ছড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালীতে হাজার হাজার নেতাকর্মী “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত করে তুলে পুরো কক্সবাজার শহর। নেচে গেয়ে তারা গৌরব, ঐতিহ্য, সংগ্রাম আর সাফল্যের ৬৮ বছর প্রতিষ্টা বার্ষিকী পালন করে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলা এবং বাঙ্গালী জাতীর ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত। তাই ছাত্রলীগ নেতাকর্মীদের পড়ালেখার পাশাপাশি জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াখ আহমদ জয়, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ‘র নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ’র সভাপতি এড: একে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার সদর আসনের সাংসদ সায়মুম সরওয়ার কমল, কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, পৌর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা যুবলীগ সহ-সভাপতি শহিদুল হক সোহেল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ওসমান গণি, জেলা আওয়ামীলীগ‘র আইন বিষয়ক সম্পাদক এড: ফরিদুল আলম, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কৃষকলীগ’র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহের আযাদ।
এর আগে দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন ইউনিটির নেতাকর্মীরা সভাপতি সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে জেলা ছাত্রলীগের র্যালীতে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন