রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন

চকরিয়ায় জাতীয় হিন্দু মহাজোটের আলোচনা সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জাতীয় হিন্দু মহাজোটের আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন বিজ্ঞাপন

চকরিয়া অফিস:
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় হিন্দু মহাজোটের সভাপতি জ্যোতিষ সাগর শ্রী এস কে আচার্য্যের চেম্বারে তার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমারের সঞ্চলনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের প্রধান উপদেষ্টা মাষ্টার শ্রী অরবিন্দ ধর। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের উপজেলার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার সুশীল, হিন্দু মহাজোটের উপদেষ্টা মাষ্টার শ্রী রামমোহন দে, শ্রী মনোরঞ্জন সুশীল (ভোলা), শ্রী তাপস কুমার রুদ্র, এবং সাংগঠনিক সম্পাদক মাষ্টার শ্রী প্রাণাশীষ দে, সাংস্কৃতিক সম্পাদক মাষ্টার শ্রী বিজয় কুমার সুশীল, আইন সম্পাদক শ্রী দয়াল হরি নাথ। এছাড়াও ডা. শিমুল কান্তি দাশ, মাষ্টার পংকজ কান্তি দে, শ্রী সুজন দেবনাথ বাবু, শ্রী তানসেন চক্রবর্তী ও বিজয় নাথ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পালন করা, আগামী ১০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে যোগদান, চকরিয়া উপজেলা সকল ইউনিয়নে অচিরেই সম্মেলন ও সংগঠনকে বেগবান ও গতিশীল, তৃণমুল পর্যায়ে পরিচালনা করার জন্য গুরুত্বারোপ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM