বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
দলটির প্রধান নির্বাচক হারুন রশিদ বলেছেন, ‘আমির তার পারফরম্যান্স দিয়ে আমাদের মুগ্ধ করেছে। সেজন্যই সে দলে। তবে কোনো কারণে যদি সে ভিসা পেতে ব্যর্থ হয় তাহলে আমরা তার বদলির নাম ঘোষণা করব।’ সেক্ষেত্রে ইরফান বা উমর গুল তার বদলি হবে বলেও জানিয়েছেন তিনি।
১৫ জানুয়ারি থেকে পাকিস্তান নিউজিল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে।
ওয়ানডে দল : আজহার আলি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসাদ শফিক, বাবর আজম, শোয়াইব মাকসুদ, জাফর গুহার, ইমাদ ওয়াসিম, আনওয়ার আলি, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, রাহাদ আলি, মোহাম্মদ ইরফান, মোহা্ম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির।
টোয়েন্টি২০ দল : শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়াইব মাকসুদ, শোয়েব মালিক, উমর আকমল, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনওয়ার আলি, আমের ইয়ামিন, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, উমর গুল, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম, মোহাম্মদ আমির।
মন্তব্য করুন