শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

কক্সবাজারে মটর সাইকেল’র ধাক্ষায় আনসার সদস্য আহত:আটক-৩

কক্সবাজারে মটর সাইকেল’র ধাক্ষায় আনসার সদস্য আহত:আটক-৩

অনলাইন বিজ্ঞাপন

ওয়াহিদুর রহমান রুবেল॥

কক্সবাজারে মটর সাইকেল ধাক্ষায় এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নতুন পুলিশ লাইন এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। অন্যন্যরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

এসময় আনসার সদস্যরা মটর সাইকেলসহ ৩ জনকে আটক করে পুলিশকে সোপর্দ করে। আহত আনসার সদস্যদের নাম জইম উদ্দিন(৪৫)।

আটককৃতরা হলেন, কুতুবদিয়া পাড়া এলাকার মোক্তার আহমদ’র পুত্র মোজাহিদুল ইসলাম(১৮), ছাবের আহমদ’র পুত্র জাহেদুল ইসলাম(১৯), জাফর আলম’র পুত্র আব্দুল্লাহ আল ফয়সাল(১৬)।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্যরা জানিয়েছেন, ডিউটি পালন শেষে আনসার সদস্যরা ব্যারাকে ফিরছিলেন। পুলিশ লাইনের পশ্চিমে পৌঁছলে একটি মটর সাইলে আহত জইম উদ্দিনকে ধাক্ষা দিলে তিনি গুরুতর আহত হন। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় অন্যন্যরা মটর সাইকেলসহ ৩জন আরোহীকে আটক করে থানা পুলিশকে সোপর্দ করে।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM