রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল॥
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে উদ্বোধন হয়েছে জমকালো ‘মেগা বীচ কার্নিভাল।’ পর্যটন মন্ত্রনালয়, জেলা প্রশাসন, ট্যুরিজম বোর্ড ও বীচ ম্যাজেম্যান্ট কমিটি তিনদিনের এই কার্নিভালের আয়োজক।
প্রধান অথিতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ অনুষ্টানের উদ্ভোধন করেন।
তিনি বলেন, বাংলাদেশ অসম্ভব সম্বভনার দেশ। এ সম্ভবনাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে করি কক্সবাজারকে আর্ন্তজাতিক পর্যায়ে পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।
বিশেষ অথিতি বেসমারিক বিমান ও পর্যটন রাশেদ খান মেনন বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষনা করেছে। তাই কক্সবাজারকে আমরা বিশ্বের অন্যতম ট্যুরিজম জোন হিসেবে পরিচিতি লাভ করাতে চাই। তিনি বলেন, সকল সাম্প্রদায়িকতার কুলস মুক্ত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছি।
কক্সবাজার সদর আসনের সাংসদ সায়মুম সরওয়ার কমল দেশের সকল স্তরের জনগণকে ইন্টারনেটে কক্সবাজার ভিজিট করার আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুার বোর্ড’র সিও আক্তার উজ্জামান খান কবির।
উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি এড:একে আহমদ হোসেন, কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া পেকুয়া আসনের সাংসদ হাজি মো: ইলিয়াছ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খোরশেদ আরা হক, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। মূল সড়কে র্যালী হওয়ায় কয়েক কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। তবে কোথাও অপ্রীতিকর পরিবেশ তৈরী হয়নি।
র্যালিটি কক্সবাজার লাবনি পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে ৩ টার দিকে ঘুড়ি উৎসব উদ্ভোধন করেন শিক্ষাবিদক ড: জাফর ইকবাল।
মন্তব্য করুন