মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

মহেশখালী ব্যাংক অফিসারের অপহৃত শিশুকন্যা টেকনাফে উদ্ধার

মহেশখালী ব্যাংক অফিসারের অপহৃত শিশুকন্যা টেকনাফে উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

নুরুল হোসাইন , টেকনাফ 

কক্সবাজারের মহেশখালী থেকে অপহরণের একদিন পর ঐশী নামের এক শিশুকে টেকনাফ হতে উদ্ধার করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী পাহাড়ী এলাকার একটি বাড়ি হতে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু মেহের আফরোজ ঐশী (৬) মহেশখালী উপজেলার ফকিরাঘোনা গ্রামের বাসিন্দা ব্যাংক অফিসার মো. নাজেমুল হকের কন্যা। এক লাখ টাকা মুক্তিপণের দাবীতে গত শুক্রবার ভোররাতে প্রতিবেশী গুরামিয়ার পুত্র মো. ফারুকের সহযোগিতায় ওই শিশুটি অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল অপহরণকারীরা।

সুত্রে জানা যায়, গতকাল ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের ইনচার্জ এসআই মাসুদ মুন্সি একদল পুলিশ নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী ছৈয়দ হোছনের পুত্র শফিউল¬াহর বাড়িতে অভিযান চালিয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করেন। এ সময় আমির হোসেন (২৫) নামের এক অপহরণকারীকেও আটক করে পুলিশ। শিশু অপহরণকারী আমির হোসেন উখিয়া উপজেলার থাইংখালী তাজিনিম্মার খোলা এলাকার ইউসুপ আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, অপহরণকারী আমির হোসেন অপহৃতের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে অবস্থান করেছিল। সে শুক্রবার ভোররাতে বাড়ির মালিকের শিশু কন্যাটিকে অপহরণ করে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী পাহাড়ের ভিতর গুম করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। অপহৃতের পিতা বাংলাদেশ কৃষি ব্যাংক কুতুবদিয়া শাখার অফিসার মো.নাজেমুল হক শিশু কন্যার খোঁজ না পেয়ে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে হোয়াইক্যং ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করেন। শিশুটির পিতা মো. নাজেমুল হক হোয়াইক্যং পুলিশকে সাধুবাদ জানিয়ে বলেন, তাদের কারণে অক্ষতবস্থায় মেয়েটিকে ফেরত পাওয়া গেছে। ফাড়ি পুলিশের ইনচার্জ মাসুদ মুন্সি বলেন, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর এবং অপহরণকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM