মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

দুই বাংলাদেশি কিশোরকে ফেরত আনলো বিজিবি

দুই বাংলাদেশি কিশোরকে ফেরত আনলো বিজিবি

অনলাইন বিজ্ঞাপন

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দুই মাস ১৩ দিন পর ফেরত আনলে সক্ষম হয়েছে বিজিবি।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তের মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির কািেছএই দুইজনকে হস্তান্তর করা হয়।

ফেরত আনা কিশোররা হলো টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও মো. মনজুরের ছেলে মো. আব্দুর রহমান (১২)।

কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়। কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM