সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
এম আবুল কালাম আজাদ, উখিয়া
উখিয়ায় মাসব্যাপী হস্ত শিল্প ও বিজয় মেলার শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৫টায় স্থানীয় পালং আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী এ মেলা শুরু হয়। উক্ত হস্ত শিল্প ও বিজয় মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুস সোবাহান (অব:)। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধূরী। রতœাপালং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও হস্ত শিল্প-বিজয় মেলার মহাসচিব আলমগীর মাহামুদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধের চেতনা ও বাঙ্গালীর ঐতিহ্যকে ধরে রাখতে হলে গ্রামেগঞ্জে মুক্তিযোদ্ধা বিষয়ক সভা-সেমিনার, মেলা, মুক্তিযোদ্ধের প্রদর্শনী প্রদর্শন করা একান্ত প্রয়োজন।
তাহলে তরুণ প্রজন্মরা মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার পরিমল বড়–য়া, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আ’লীগের নেতা রফিকুল ইসলাম, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, রতœাপালং ইউনিয়ন আ’লীগের সভাপতি আছহাব উদ্দিন মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হস্ত শিল্প -বিজয় মেলার যুগ্ম মহাসচিব ইমাম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, রতœাপালং ইউনিয়ন ইউপি সদস্য আকতার কামাল মেম্বার, নেজাম উদ্দিন দুলাল, নুরুল হক মনু, পুতুল রাণী প্রমুখ।
মন্তব্য করুন