রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন মফিজুর রহমান

দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন মফিজুর রহমান

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্ত॥

জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুর রহমান অদ্য বেলা ১২টায় কক্সবাজার বিমান বন্দরে পৌছলে শত শত নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা কক্সবাজার বিমান বন্দরে ফুল দিয়ে বরণ করে নেন। গাড়ী বহর নিয়ে শহর প্রদক্ষিণ করে কক্সবাজার জেলা জাতীয় পার্টির কার্যালয়ে পৌছলে জাতীয় পার্টির বিভিন্ন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় এক শুভেচ্ছা বক্তব্যে মফিজুর রহমান বলেন এ বিজয় প্রগতির বিজয়, এ বিজয় বঞ্চিত নিপিড়িত কক্সবাজারের গণমানুষের বিজয়। তিনি বলেন, প্রত্যেক জেলা ও উপজেলার ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে। স্ব-স্ব উপজেলায় নিজ দলের নেতাকর্মীরা যাতে বঞ্চনার স্বীকার না হন সে বিষয়ে যতœবান হবেন। আপনাদের আন্তরিকতা ও ভালবাসার মাঝে আমি চিরঋণী হয়ে থাকলাম। দোয়া করবেন। এ বিজয় দিয়ে যেন কক্সবাজারের মাটি ও মানুষের অধিকার/অমিত সম্ভাবনা কথা বলতে পারি। হাজী মোহাম্মদ ইলিয়াছ এম.পি কে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সাবেক সফল রাষ্ট্র নায়ক পল­ী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ, পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহা-সচিব জিয়াউদ্দিন বাবলু এমপি, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এড. রেজাউল  ইসলাম ভুইয়াকে জেলাবাসীর পক্ষ থেকে মোবারক জানান। তিনি আশা প্রকাশ করেন ইলিয়াছ এম.পি ও তার নেতৃত্বে সকল ভেদাবেদ ভুলে গিয়ে দলের গতি ত্বরান্বিত করতে প্রত্যেকের সহযোগিতা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলার নাজেম চেয়ারম্যান, টেকনাফ উপজেলার মাষ্টার মঞ্জর আলম, জেলা নেতা-অধ্যাপক আতিকুর রহমান, ফেরদৌস আলম, হেলাল মুন্সি, মাহবুবুল আলম, ডাঃ আলমগীর, চকরিয়ার ডাঃ এনাম, ওলামা পার্টির কেন্দ্রিয় কমিটির নেতা মৌলভী কাদের,যুব সংগহতির সভাপতি শহিদুল ইসলাম মুন্না, মহিলা পার্টির নেত্রী শাহীন আক্তার, ছাত্র সমাজের দেলোয়ার, সোলতান মাহমুদ, বেলাল, ফরিদ, সাজ্জাদ  প্রমুখ। কক্সবাজারের একমাত্র পর্যটন সেবী সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার এর পক্ষে সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আসাফদৌল­া আশিক, সাবেক সভাপতি এস. এম. কিবরিয়া, তোহা, গণপুর্ত ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষে-সহ-সভাপতি প্রবীণ ঠিকাদার মীর কাসেম হেলালী, আনোয়ার কামাল, আবছার, মোস্তাক আহমেদ, জসিম উদ্দিন, মোস্তাক আহমদ-২ প্রমুখ। উক্ত সামাজিক সংগঠনদ্বয় যথাক্রমে-ঠিকাদার সমিতির সভাপতি টুয়াক এর উপদেষ্টা মফিজুর রহমান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM