বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

উপকূলের স্বার্থ রক্ষায় সংবাদকর্মীদের ভূমিকা অপরীসীম আশেক উল্লাহ

উপকূলের স্বার্থ রক্ষায় সংবাদকর্মীদের ভূমিকা অপরীসীম আশেক উল্লাহ

অনলাইন বিজ্ঞাপন

বার্তা পরিবেশক
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনের মধ্যে দিয়ে কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের অগ্রযাত্রার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। (২১ সেপ্টেম্বর) সোমবার বিকেল ৩ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে র‌্যালী শেষ করে সুবিশাল কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন,  আলোচনা সভা ও উপকূল নামক স্মরনীকার মোড়ক উম্মোচন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। সভায় প্রধান অতিথি বলেন, উপকূলের স্বার্থ রক্ষায় সংবাদকর্মীদের ভূমিকা অপরীসীম। তিনি উপকূলীয় জেলার কক্সবাজারের বিভিন্ন সমস্যা সম্ভানা বিষয় সংবাদকমীদের লিখনির মাধ্যমে তুলে এনে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহযোগিতা করার আহবান জানান। তিনি কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম নোবেল এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক আপন কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন সিকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, কক্সবাজার জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মুকুল, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, দৈনিক কক্সবাজারের চীপ রিপোর্টার মাহবুবুর রহমান, কক্সবাজার (বেসরকারী) কারাগার পরির্দশক  রিয়াজ মুর্শেদ, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, আরটিভির জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক  ডাঃ আলমগীর হোছোইন প্রমূখ। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোছাইন, সহ-সাধারণ সম্পাদক এম.শাহ আলম , সহ সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, যুগ্ম স¤পাদক ওবাইদুল হক আবু (চৌধুরী), সহ-সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক এম রমজান আলী, দপ্তর সম্পাদক আবু হেনা সাগর,  নিবার্হী সদস্য  আব্দুল মালেক সিকদার, সৈয়দ মোস্তফা আলী,,সরওয়ার কামাল, আমিনুল কবির, আব্দুল গফুর, মারজান আহমদ চৌধুরী, রকিয়তুল্লাহ ছোটন প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM