শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

পৌরসভাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে ইসি

পৌরসভাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে ইসি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স 
পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র গোছানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ পৌরসভাগুলোতে পাঠানো শুরু করেছে ইসি।

ইসির উপ-সচিব সাজাহান খান জানান, শুক্রবার সকালে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস) থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো শুরু হয়েছে।
৩০ ডিসেম্বর ২৩৩টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এতে ১২ হাজারের বেশি প্রার্থী এবং ৭০ লাখের বেশি ভোটার রয়েছেন। নির্বাচন তিনটি পদের জন্য ভোটারের তিনগুণ মোট দুই কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপার ছেপেছে ইসি। আজ শুক্রবার দুপুর পর্যন্ত সাত জেলার পৌরসভায় নির্বাচনী সামগ্রী পাঠানোর কথা নিশ্চিত করেছেন ইসির প্রশাসনিক কর্মকর্তা মো. শামসুজ্জামান। উপ-সচিব সাজাহান খান আরো বলেন, ভোটের আগের দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে  নিরাপত্তা প্রহরায় এসব সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM