মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২০ অপরাহ্ন

কুতবদিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধার

কুতবদিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

 

কক্সবাজারের কুতুবদিয়া আলী আকবার ডেইল ইউনিয়নেরন তাবালের চর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১৫ অক্টোবর ভোরে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

দুপুরে নৌবাহিনীর মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১টি একনলা বন্দুক, ১টি পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে জব্দকৃত আগ্নেয়াস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM