বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

বড় জয় মার্তিনেজের ভিলার

বড় জয় মার্তিনেজের ভিলার

অনলাইন বিজ্ঞাপন

গোলের পর ভিলার খেলোয়াড়দের উল্লাস । ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের দল অ্যাস্টন ভিলা তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযান দারুণ এক জয় দিয়ে শুরু করেছে। সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরোপিয়ান ফুটবলে দারুণ প্রত্যাবর্তন করেছে উনাই এমেরির দল । ১৯৮৩ সালের পর প্রথমবার ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করল ভিলেনসরা ।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জনের পর উনাই এমেরির দল ইউরোপের মঞ্চে ফিরেছে । মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের স্টাডিওন ওয়াংকডর্ফে ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে কৃত্রিম মাঠ নিয়ে কিছু উদ্বেগ ছিল। তবে শুরুতে ইয়ং বয়েজ কিছু চাপ সৃষ্টি করলেও ভিলা শিগগিরই নিজেদের গুছিয়ে নেয় এবং ম্যাচে আধিপত্য বিস্তার করে।

ভিলার প্রথম গোল আসে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দারুণ একটি সেট পিস থেকে। জন ম্যাকগিন একটি শর্ট কর্নার নিয়ে বলটি ইউরি টিলেমানসকে দেন, যিনি তা নিয়ন্ত্রণ করে নিখুঁত শটে ভিলার হয়ে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ গোলটি করেন। এরপর জ্যাকব রামসে একটি রক্ষণাত্মক ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের শেষ দিকে আমাদু ওনানা তৃতীয় গোলটি করে ভিলার জয় নিশ্চিত করেন।

ভিলার পক্ষে আরও বেশি গোল হতে পারত, তবে ওলি ওয়াটকিন্স এবং বদলি খেলোয়াড় জন ডুরানের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবুও, এই জয় ভিলাকে একটি কঠিন গ্রুপের চ্যালেঞ্জ মোকাবিলায় ভালো প্রস্তুতি দিয়েছে, যেখানে জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ এবং সেল্টিকের মতো প্রতিপক্ষ রয়েছে।

গত বছর ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর পর এবার ভিলা চ্যাম্পিয়নস লিগে নিজেদের উপস্থিতি জানান দিতে প্রস্তুত। এভারটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় প্রত্যাবর্তন জয়ের পর, তারা এবার নকআউট পর্বে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে ।

এদিকে একই সময় শুরু হওয়া আরেক ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৩-১ গোলে হারিয়েছে ।

সূত্র-কালবেলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM