মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

মাদক মামলায় পালংখালীর বশরসহ তিনজনের যাবজ্জীবন

মাদক মামলায় পালংখালীর বশরসহ তিনজনের যাবজ্জীবন

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

ওয়াহিদুর রহমান রুবেল।।

কক্সবাজারে আইসের (ক্রিস্টালমেথ) সর্ববৃহৎ চালান আটকের মামলায় তিন কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। বুধবার (২৮ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা কাটগড়ায় উপস্থিত ছিলেন বলেন জানিয়েছেন আদালতের সরকারি কৌশলী সৈয়দ রেজাউর রহমান রেজা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে বজরুজ মিয়া (৫১), বালুখালী পূর্বপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোহামম্দ ইসমাইল (২৩) এবং পালংখালী আঞ্জুমান পাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে ছৈয়দুল বশর প্রকাশ ছৈয়দ উল্লাহ (৪০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় বিজ্ঞ আদালত এ আদেশ দেন। এ রায় মাদকের বিরুদ্ধে সামাজিক দায়বদ্ধতা আরো প্রখর করবে। ভীতির বার্তা ছড়াবে মাদককারবারিদের মাঝে।

মামলায় উল্লেখ করা ছিল, ২০২৩ সালে ২৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে বিজিবি’র একটি টহল দল। এঘটনায় বিজিবির হাবিলদার আবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন (নং-৪৩/২০২৩, জিআর-২১৭/২৩)। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১০ জুন আদালতে চার্জশীট দেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে একই বছর ১৮ অক্টোবর মামলার চার্জ গঠন করে। পরে ৯ জন সাক্ষী ও ৪ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার (২৮ আগস্ট) অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে এ রায় দেন আদালত।

আসামী পক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক বলেন, আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM