বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ পূর্বাহ্ন
মহেশখালী প্রতিনিধি॥
মহেশখালীর বিভিন্ন বাজারে ফরমালিন যুক্ত ফলফ্রুটের সয়লাব প্রশাসন নির্বিকার। প্রাপ্ত তথ্যমতে, গোরকঘাটা বাজার, ছোট মহেশখালীর ঠাকুরতলা, লম্বাঘোনা, বড় মহেশখালীর নতুন বাজার, হোয়ানক পানিরছড়া, কুতৃবজোম বটতলী বাজার, শাপলাপুর বারিয়াপাড়া, শাপলাপুর বাজার, ষাটমারাবাজার, কালারমারছড়া বাজার, বড়–য়া পাড়া বাজার, মাতারবাড়ি বাজার, নতুন মহাল বাজার, ধলঘাটা বাজার সহ মহেশখালীর ছোট বড় প্রত্যেক বাজারের আনাচে কানাচে পৌছেঁ গেছে ফরমালিন যুক্ত ফলফ্রুট যারফলে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে জনমানব। অতদসত্বেও প্রশাসনিক ভাবে কোন প্রদক্ষেপ না নেওয়ায় এলাকার সর্বস্থরের জনগন ফুসেঁ উঠেছে। বড় মহেশখালী নতুন বাজার এলাকার আব্দু শুক্কুর জানান, ফরমালিন যুক্ত ফলফ্রুট নতুন বাজার সহ বিভিন্ন এলাকার ছোট বড় প্রত্যেক বাজারে সয়লাব চলছে অথচ প্রশাসনিক ভাবে কোন ধরনের বন্ধের প্রদক্ষেপ নাই। কুতুবজোম বটতলী এলাকার এক ব্যবসায়ী জানান, আমাদের করার কিছু নাই বড় বড় আরত থেকে আমরা পাইকারী মুল্যে ক্রয় করে স্থানীয় বাজারে এনে খুচরা মুল্যে বিক্রি করি।
মন্তব্য করুন