সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
আব্দুস সালাম টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মোঃ আমির আহাম্মেদ (২৫) নামে মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। সে মিয়ানমার মংডু দলিয়াপাড়া এলাকার মোক্তার আহাম্মদের ছেলে বলে জানায়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ জানান, ২৩ ডিসেম্বর বুধবার ভোর ৫ টার দিকে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার মুক্তার হোসনের নেতৃত্বে জরয়ানরা গোপন সংবাদে টেকনাফ হ্নীলা মন্ডির বরাবর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯৩৫ পিস ইয়াবাসহ মিয়ানমার এ নাগরিককে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার ৫০০ টাকা বলে জানায়।
উদ্ধার ইয়াবাসহ গ্রেফতারকৃত মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।
মন্তব্য করুন