মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে বাবা নিখোঁজ, ছেলের মরদেহ উদ্ধার

মাছ ধরতে গিয়ে বাবা নিখোঁজ, ছেলের মরদেহ উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

প্রতিকী ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বাবা-ছেলে। নিখোঁজের একদিন পর নদী থেকে ছেলের মরদেহ থেকে উদ্ধার করে নৌপুলিশ।

বুধবার (৩ জুলাই) দুপুরে নাফ নদীর দমদমিয়া অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বিষয়ট নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তপন কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৭ জাদিমুড়া বি/৭ ব্লকে বসবাসরত নুর উল্লাহ (৪৭) ও তার ছেলে রুহুল আমিন (১৮) নাফ নদীতে মাছ ধরতে যায়। এসময় ভারী বর্ষণ হচ্ছিল।

একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হন বাবা-ছেলে। আজ দুপুর ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজ ঘাট এলাকায় নিখোঁজ রুহুল আমিনের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে তার বাবা নুর উল্লাহর খোঁজ এখনো মেলেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM