এস এম মুসলিম নেওয়াজ (মানিক), ঠিকানাঃ কৈয়ারবিল, চকরিয়া কক্সবাজার।
জনাব এস এম মুসলিম নেওয়াজ (মানিক) ক্রনিক কিডনি ডিজিজ, ওল্ড ইস্কেমিক স্টোক, হাইপোনাট্রেমিয়া, হার্ট ফেলিউর, শ্বাসকষ্টজনিত সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত ২০১৯ সাল থেকে। বর্তমানে উনার কিডনী দুটি বিকল এবং বিগত একবছর ধরে তিনি ডায়ালাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে আছেন সে সাথে হার্টের নানা জটিলতার মধ্য দিয়ে পার করছেন উনার অসুস্থ জীবন। ২০১৯ সাল থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছেন উনার পবিবার, মৃত্যুর পূর্ব পর্যন্ত তাকে ডায়ালাইসিস প্রক্রিয়াসহ নিয়মিত রক্ত গ্রহন বা রক্তের ইনজেকসহ হার্টের নিয়মিত চিকিৎসা চলমান রাখতে হবে।
তিনি আরো বলেন যে, পরিবারে একজনই উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পক্ষে এই স্বল্প বেতনে দীর্ঘমেয়াদি এই চিকিৎসা ভার বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সকলের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
এস এম ইমরুল নেওয়াজ, সোনালী ব্যাংক লিঃ, চকরিয়া শাখা, কক্সবাজার।
হিসাব নং- ০৯০২৭০১০২৪৩৬৬
রাউটিং নং- ২০০২২০১৬৯
নগদ ও বিকাশ নং- 01856901240(পারসোনাল)
বিকাশঃ 01818967893( রোগীর পারসোনাল)
মন্তব্য করুন