শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
উখিয়ার চোয়াংখালীতে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক এক শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে অসহায় পরিবার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোক্তভ‚গীরা হারেচুর রহমানের পরিবার জানিয়েছেন, ভ‚মিদস্যু মাহবুবুল আলম বিভিন্ন প্রকার জাল জালিয়াতির মাধ্যমে ভ‚ঁয়া খতিয়ান সৃজন করে তাদের পৌত্রিক জমি দখল করার জন্য জাল খতিয়ান করেন।
এতে অসহায় অসহায় হয়ে তারা জেলা ও দায়েরা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ৪১০/১৫। পরে অতি:জেলা প্রশাসক রাজস্ব আদালতে মিচ পিটিশন ৩৫৫/১৫ দায়ের করে। যা চলতি বছরের ৩০ নভেম্বর মাহবুবুল আলম’র কথিত ৬৫৮৩ খতিয়ানের কার্যক্রম স্থগিত করে আদালত। এ অবস্থায় সরকার কতৃক ভ‚মি অধিগ্রহণকৃত জমির টাকা উত্তোলনের জন্য নানা প্রকার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি।
এ বিষয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েক বার সমযোতা বৈঠক হলেও তা মানেনি অভিযোক্ত ব্যক্তি। এ অবস্থায় অসহায় পরিবারটিজেলা প্রশাসক ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন