শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা বিষয়ে ন্যায় সংগত সমধান চাই যুাক্তরাষ্ট্র-মার্শা বার্ণিকাট

রোহিঙ্গা বিষয়ে ন্যায় সংগত সমধান চাই যুাক্তরাষ্ট্র-মার্শা বার্ণিকাট

অনলাইন বিজ্ঞাপন

ওয়াহিদুর রহমান রুবেল

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা বিষয়ে ন্যায় সংগত ও দীর্ঘস্থায়ী সমধান চাই। তিনি বলেন, বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ এবং অন্য যেসব দেশে রোহিঙ্গার প্রভাব পড়েছে সে সব দেশে অরক্ষিত জনগণের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র বদ্ধ পরিপক।

কক্সবাজারে অনিবন্ধিত ও নিবন্ধিত  রোহিঙ্গা ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের সাথে স্বাক্ষাত করতে এসে সোমবার সংবাদকর্মীদের এসব কথা বলেছেন তিনি।
এ সময় ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত দুটি প্রকল্পও পরিদর্শন করেন তিনি।

বার্নিকাট অরক্ষিত জনগোষ্ঠী রোহিঙ্গাকে সহযোগিতা করায় বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশ, মায়নমার এবং এই অঞ্চলের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা অব্যাহত থাকবে বলে জানান।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী, আশ্রয় প্রার্থী এবং সম্প্রদায়কে সাহায্য ও সুরক্ষা প্রদানের কথাও পুর্নব্যক্ত করেন তিনি।

এসময় তাঁর সাথে ছিলেন, বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরনজিত সেন গুপ্ত, কক্সবাজার জেলা প্রশাসকসহ সরকারী, বেসরকারী ও এনজিও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM