বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
ছবি-নিহত আনোয়ার হোসেন।
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের বাদশা ঘোনায় পাহাড় ধসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। আনোয়ার হোসেনের সাথে ৭ মাস আগে বিয়ে হয় মাইমুনার।
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মূলত পাহাড়ের ঢালুতে তারা বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। রাতে শুরু হওয়া টানা বৃষ্টিতে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
নিহত আনোয়ারের চাচা আব্দুল্লাহ বলেন, প্রচুর বৃষ্টিতে পাহাড় ধসে পড়লে তারা ঘরের ভেতর আটকা পড়ে। বাড়ির অন্যপাশের লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন এবং আমরা এগিয়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করি। একই সাথে ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করা হয়। কিন্তু তাদের সাড়া মেলেনি। পরে স্থানীয়রা মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, গেল বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ১০ জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন