বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

ভারি বৃষ্টিতে টেকনাফে হাজারো পরিবার পানিবন্দি

ভারি বৃষ্টিতে টেকনাফে হাজারো পরিবার পানিবন্দি

অনলাইন বিজ্ঞাপন

ছবি সংগ্রহীত।

অতি ভারি বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি-চিংড়িঘেরও।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত থেকে অতিবৃষ্টির কারণে টেকনাফ উপজেলায় হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার পরিবার পানিবন্দি রয়েছে।

জানা যায়, অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া, উলুবুনিয়া, উংচিপ্রাং, সাতঘড়িয়া পাড়া, হারাংখালী হ্নীলা ইউনিয়নের ছৈয়দ নুর পাড়া, সুলিশ পাড়া, পূর্ব সিকদার পাড়া, মৌলভী বাজার, ওয়াব্রাং, চৌধুরী পাড়া, রঙ্গিখালী লামার পাড়া, বাহারছড়া শামলাপুর ইউনিয়নের উত্তর শিলখালী, নতুন বাজার, পশ্চিম পাড়া, টেকনাফ পৌরসভার এলাকা বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

টেকনাফে পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, মুষলধারে বৃষ্টির কারণে টেকনাফ পৌরসভার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।আলিয়াবাদ, জালিয়াপাড়া পল্লান পাড়া আরও বিভিন্ন এলাকায় বর্তমানে পানিবন্দি। এ ছাড়াও অনেক জায়গায় পানিবন্দি হয়ে পড়েছে। এদের অন্যত্রে সরানো অতি জরুরি হয়ে পড়েছে। নালা নর্দমা পরিষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা জাফর আলম বলেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি না কমলে পানিবন্দি হয়ে পড়বে হাজার হাজার পরিবার। বর্ষার সময় বৃষ্টি পানি যেসব খাল বা ড্রেন দিয়ে পানিচলাচল করে সে খালগুলো ভরাট হয়ে যাওয়া পানি দ্রুত নামতে না পেরে বাড়িঘর তলিয়ে যায়। এত বৃষ্টির পানি কোনোদিন দেখি নাই।

হ্নীলা ওয়াব্রাং এলাকার মাদ্রাসার শিক্ষাক মাস্টার কামাল জানান, বেড়িবাঁধের স্লুইস গেট বন্ধ করে রাখার ফলে প্রচুর বৃষ্টি হওয়ায় ওয়াব্রাং এলাকাসহ অনেক গ্রাম পানিবন্দি হয়ে যাচ্ছে। দ্রুত স্লুইস গেইটের পাশে পানি চলাচলের ব্যবস্থা না করলে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, মঙ্গলবার রাত থেকে অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলার কয়েকটি ইউনিয়নে বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM