সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

কেএনএফ সামরিক নারী সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার

কেএনএফ সামরিক নারী সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার

অনলাইন বিজ্ঞাপন

ছবি সংগ্রহীত।

পার্বত্য এলাকার সশস্ত্র সন্ত্রাস সংগঠন কুকি-চিনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। ১৭’মে ভোরে বান্দরবানের লাইমী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আকিম বম সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ও বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

আকিম বম প্রকাশ সেবা লাল নুং প্রকাশ আরামপি (১৮) বান্দরবান সদর ইউনিয়নের লাইমি পাড়া এলাকার সিয়াম থং বম এর মেয়ে।

এরআগে সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানে কুকি-চিন আর্মি (কেএনএ) এর কেন্দ্রীয় কমিটির বান্দরবান সদর শাখার সমন্বয়ক ও প্রধান রসদ সরবরাহকারী চেওসিম বম এবং বান্দরবান সদরস্থ ফারুক পাড়ার কেএনএফ এর সভাপতি সানজু খুম বমসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক ( ল এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কাছে একটি আতঙ্কের নাম এই কুকি-চিন। এই সন্ত্রাসী সংগঠনটি বাংলাদেশের পার্বত্য অঞ্চল বিশেষ করে বান্দরবান জেলায় হত্যা, লুটপাট, ব্যাংক ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ দাবি’সহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে। সন্ত্রাসী এ সংগঠননের কার্যক্রম নির্মূলে কাজ করছে র‌্যাব-১৫। এরই ধারাবাহিকতায় ১৭’মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন লাইমীপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন আর্মির নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করা হয়। আকিম বং দেশে-বিদেশে থেকে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের দায়িত্ব পালন করছেন।

আকিম বম এর বরাত দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা জানান, ২০২৩ সালে কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ালেখা অবস্থায় মাইকেল নামে এক ছেলের মাধ্যমে কেএনএফ এর সাথে জড়িয়ে পড়েন। প্রতিদিন ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে ট্রেনিং শুরু করতো। প্রশিক্ষণ হিসেবে শারীরিক প্রশিক্ষণ বিশেষ করে মার্শাল আর্ট ট্রেনিং দেয়ার পাশাপাশি জঙ্গলে বৈরী পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় সেই প্রশিক্ষণও দিতো। ট্রেনিংয়ে সব সময় মেয়েরা নেতৃত্ব দিতো। তবে ছেলেরা এসে দিক-নির্দেশনা দিতো।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত আটটার দিকে বান্দরবানের রুমা বাজারস্থ সোনালী ব্যাংকে হামলা চালিয়ে অস্ত্রের মুখে পুলিশ, আনসার ও অন্যান্য লোকজনদেরকে জিম্মি করে অস্ত্র-গোলাবারুদ লুট ও সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ নেজাম উদ্দীনকে অপহরণ করে কুকি-চিন সদস্যরা। ৪ এপ্রিল র‌্যাবের মধ্যস্থতায় নেজাম উদ্দীনকে বান্দরবানের রুমা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM