বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

চারটি রুশ বিমান এসকর্ট করে ইরানে আনবে আসাদকে

চারটি রুশ বিমান এসকর্ট করে ইরানে আনবে আসাদকে

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেক্স
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শিগগিরই ইরান সফরে আসবেন এবং তার বিমানকে রাশিয়ার চারটি কৌশলগত জঙ্গিবিমান এসকর্ট করে আনবে। ইরানে আসার সময় প্রেসিডেন্ট আসাদের বিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করবে। আসাদের সফরের সময় মার্কিন জোটের বিমানগুলোকে তাদের তৎপরতা বন্ধ রাখার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্টকে বহনকারী বিমানের দিকে এগিয়ে আসা যেকোনো বিমানকে গুলি করতে পারবে রুশ জঙ্গিবিমানগুলো। লেবাননের দৈনিক আদ-দিয়ার পত্রিকার বরাত দিয়ে মার্কিন ভেটার্নস টুডে এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আসা এবং যায়া দুই সময়ই রাশিয়ার কৌশলগত চারটি জঙ্গিবিমান এসকর্ট দেবে।

পত্রিকাটি জানিয়েছে, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম দিকে প্রেসিডেন্ট আসাদ ইরান সফরে আসতে পারেন। আদ-দিয়ার জানিয়েছে, যেকোনো ধরনের সংঘষ এড়াতে প্রেসিডেন্ট আসাদকে বহনকারী বিমানের দিকে আমেরিকার কোনো বিমানকে না আসার জন্য সতর্ক করা হয়েছে।

আসন্ন সফর হবে গত চার বছরের মধ্যে বাশার আসাদের জন্য দ্বিতীয় সফর। গত ২০ অক্টোবর তিনি মস্কো সফর করেছিলেন। একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদের সফরের বিষয়ে আরো পরে বিস্তারিত জানানো হবে। মস্কো সফরের সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM