শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
মেদ ঝরিয়েছেন, সে খবর পুরনো। সোমবার টুইটারে ফের নিজের দুটি ছবি প্রকাশ করলেন সোনাক্ষী সিনহা। দেখা যাচ্ছে, ছিপছিপে হয়েছেন বটে, কিন্তু গ্ল্যামারে ভাটা পড়েনি একফোঁটাও।
সোনাক্ষী আপাতত গোয়ায় রয়েছেন। তাঁর প্রথম একক গানের অ্যালবামের শুটিং চলছে। কেন গোয়াকেই বেছে নিলেন? সোনাক্ষী বলেছেন, আমি একটা বোহেমিয়ান লুক চেয়েছিলাম। গোয়ায় সেই হিপি ভাইবটা রয়েছে। শুটিংয়ের সময়ে বিদেশি পর্যটকদের উৎসাহ দেখে বেশ অবাকই হয়েছেন সোনাক্ষী। গানের তালে তাঁদের পা মেলানো গায়ক হিসেবে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে সোনাক্ষী জানিয়েছেন।
মন্তব্য করুন