বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

শ্লীলতাহানির চেষ্টা : শুভশ্রীর পাশে টালিগঞ্জের অভিনেত্রীরা

শ্লীলতাহানির চেষ্টা : শুভশ্রীর পাশে টালিগঞ্জের অভিনেত্রীরা

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স

গত শনিবার রাতে ফালাকাটায় কলেজের অনুষ্ঠানে যাওয়ার সময় অভিনেত্রী শুভশ্রীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এর ২৪ ঘণ্টা পরেও কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অনুষ্ঠানে ফালাকাটা থানার পুলিশ ছাড়াও র‌্যাফ মজুত ছিল। তার পরেও কী করে শুভশ্রী অসভ্য আচরণের মুখে পড়লেন, তারও কোনও জবাব মেলেনি। কিন্তু এই ঘটনা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে টলিউ়ড। শুভশ্রীর পাশে দাঁড়িয়ে সকলেই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। ঘটনার পর নিজেদের ক্ষোভ জানালেন টালিগঞ্জ অভিনেত্রীরা।

ঋতুপর্ণা সেনগুপ্ত
প্রথমেই বলব আমি শুভশ্রীর পাশে আছি। কোনও শিল্পী যখন এ ধরনের অনুষ্ঠান করতে যান তখন নিরাপত্তা মাস্ট। উদ্যোক্তাদের এ ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। তবে শিল্পীদেরও নিরাপত্তা নিয়ে আগে থেকে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নিতে হবে। শুভশ্রীর সঙ্গে যেটা হয়েছে তা খুব খারাপ। আমিও প্রচুর শো করি। আমার হাই সিকিউরিটি থাকে। তাই এমন সমস্যায় পড়লেও তা ওভারকাম করতে পেরেছি।

পায়েল সরকার
দিস ইজ ভেরি আনফরচুনেট। আর্টিস্ট শো করতে গেলে তাকে সম্মান দিতেই হবে। এটা মনে নেওয়ার কোনও কারণ নেই একজন আর্টিস্ট পাবলিক প্রপার্টি। আমার তো মনে হয় শুভশ্রীর ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের  আলটিমেটাম দেওয়া উচিত।

শ্রীলেখা মিত্র
ঘটনাটা খুব শকিং। আমি শুভশ্রীর পাশে আছি। ও প্রতিবাদ করে ঠিকই করেছে। ঘটনাটা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্য আর্টিস্টরা আরও সচেতন হতে পারবেন। উদ্যোক্তাদেরই তো নিরাপত্তার দায়িত্ব নেওয়া  উচিত। তাঁদের দিক থেকেই গাফিলতি ছিল বলে মনে হয়। আমিও শো করি। অনেক দিন আগে বনগাঁয় হ্যারাস হয়েছিলাম। আমিও প্রতিবাদ করেছিলাম। মিডিয়া হয়তো জানতে পারেনি। তবে পুলিশে অভিযোগ  জানিয়েছিলাম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM