বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

অটোরিকশা প্রতীকে কাজল ফরাজির গণজোয়ার

অটোরিকশা প্রতীকে কাজল ফরাজির গণজোয়ার

অনলাইন বিজ্ঞাপন

ঈদগাঁও প্রতিনিধি 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে চেয়ারম্যান ও মেম্বার  প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফখরুদ্দিন কাজল ফরাজির অটোরিকশা মার্কার  প্রচারনায় সমর্থনের গনজোয়ার বইছে।

সোমবার  বিকাল থেকে রাত্রি নাগাদ জালালাবাদ ইউনিয়নের  বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনার কতৃক  বরাদ্দকৃত অটোরিকশা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয়দের দোয়া কামনা করেন।

এসময় স্থানীয় সামাজিক গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

কাজল ফরাজি জানায়, ওনি যদি নির্বাচিত হন একজন চেয়ারম্যান  হিসেবে নয়, একজন সেবক হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকার ওয়াদা দিয়ে প্রার্থী হয়েছেন। সে সাথে জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে তাকে নির্বাচিত করতে একটি একটি ভোট প্রদান করতেও বলেন। তিনি  নির্বাচিত হলে আস্থার প্রতিদান দিয়ে অতীতের  সুখে, দুঃখে সাধারনের পাশে থাকার অঙ্গিকার করেন।

উল্লেখ্য, তিনি বিগত সময়ে ঈদগাঁও এলাকার বিভিন্ন ইউনিয়নের খেলাধুলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং এলাকার উন্নয়নের স্বার্থে যুক্ত ছিলেন।

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM