শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
হাসান মহমুদ সুজন
আজ রবিবার কক্সবাজারে শুরু হলো ৪ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিকেল সাড়ে ৪ টায় বিজয় মেলা উৎযাপন পরিষদের পক্ষ থেকে একটি বিজয় র্যালী বের করা হয়। পাবলিক লাইব্রেরী মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মাঠে এসে শেষ হয়।
বিজয় র্যালিতে কক্সবাজারের প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করেন। বিজয় মিছিল শেষে ৪ দিন ব্যাপি বিজয় মেলার উদ্ভোধন করেন মুক্তিযুদ্ধর শহীদ পরিবারের সন্তান শিক্ষাবিদ গাজী সালাউদ্দিন।
এসময় তিনি বলেন যুদ্ধপরাধিদের বিচারের রায় কার্যকর করার মাধ্যমে স্বাধীনতার ৪ দশক পর এসে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হচ্ছে। দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত দেশের সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুব দিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ আহম্মদ হোসেন, জেলা আওয়ামীলীগ’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সিরাজুল মোস্তফা, আবু হেনা মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক উজ্জল কর, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাবু, জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, শ্রমিকলীগ জেলা সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনসারি, ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয়, সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বোহান উদ্দিন খোকন প্রমুখ।
মন্তব্য করুন