মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

চকরিয়া-লামা-আলীকদম সড়কে ট্রাক খাদে পড়ে সাত শ্রমিক নিহত, আহত-৮

চকরিয়া-লামা-আলীকদম সড়কে ট্রাক খাদে পড়ে সাত শ্রমিক নিহত, আহত-৮

অনলাইন বিজ্ঞাপন

মনজুর আলম, চকরিয়া

চকরিয়া-লামা-আলীকদম সড়কের বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা মোড়ে (৬ মাইল নামক স্থান) গ্রামীণফোন কোম্পানীর টাওয়ার নির্মাণের যন্ত্রাংশসহ একটি ট্রাক খাদে পড়ে গেলে সেখানে থাকা সাতজন শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুরতর আহত হয় আরো ৮ জন শ্রমিক। তন্মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দুর্ঘটনায় পতিত ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে বান্দরবানের লামায় যাচ্ছিল।
নিহতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদী সদর উপজেলার কামালপুর এলাকার মোহাম্মদ আলতাফ (৫৫), সদর এলাকার মো. আমজাদ হোসেন (৪০), রহিমপুর এলাকার মোহাম্মদ আয়নুল হকের পুত্র মোহাম্মদ রেমিন (২৭), একই এলাকার ফজল প্রামাণিকের পুত্র মোহাম্মদ রাজিব (৩২) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এছাড়া পাশ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যায় ঈশ্বরদী উপজেলার বিলকাঠিয়া এলাকার মোহাম্মদ সাঈদের পুত্র মোহাম্মদ রকিব উদ্দিন (২৮), একই উপজেলা দিঘা এলাকার মোহাম্মদ আলেক উদ্দিন (৩২) ও সাতক্ষীরা জেলার ধলাকারী এলাকার মোহাম্মদ হাসান (৩৫)।
আহতরা হলেন পাবনা সদর উপজেলার হামিদপুর এলাকার মো. আবু সাঈদের পুত্র মিন্টু হাসান (২০), আটঘরিয়া উপজেলার কুঠিপাড়া এলাকার আলাউদ্দিনের পুত্র মোহাম্মদ মাসুম (২৫), ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর এলাকার মাহবুবুল আলম প্রামাণিকের পুত্র মোহাম্মদ আশা (১৭), ঈশ্বরদী উপজেলার তিলকপুর এলাকার আবদুর রশিদ খাঁনের পুত্র জমিরুল ইসলাম (৩০), বৈকুণ্ঠা এলাকার শুক্কুর আলী বিশ্বাসের পুত্র সুজন বিশ্বাস (৩১), দাদাপুর এলাকার মোহাম্মদ সোহেল (২৮), সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কামটা এলাকার মো. কাউসার গাজীর পুত্র জাকির হোসেন (২৫), কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমড়া এলাকার নজরুল ইসলাম সর্দারের পুত্র সাদ্দাম হোসেন (২৫)। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রশিদ-উন-নবী জানান, চকরিয়া-লামা-আলীকদম সড়কে দুর্ঘটনায় পতিত হয়ে গুরতর আহত অবস্থায় সকালে ৮ জনকে হাসপাতালে আনা হয়। তন্মধ্যে তিনজন মারা যায়। অন্য ৫জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাণে বেঁচে যাওয়া আহত জমিরুল ইসলাম বলেন, ‘লামায় গ্রামীণফোন কোম্পানীর টাওয়ার স্থাপন করতে গত মঙ্গলবার রাতে আমিসহ ১৫জন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে অশোক পরিবহনের একটি ট্রাকযোগে লামায় যাচ্ছিলাম। পথিমধ্যে চকরিয়া-লামা-আলীকদম সড়কের লামার ইয়াংছা মোড়ে বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় লোহার নানা যন্ত্রাংশের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।’
উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া লামার ইয়াংছা সেনাক্যাম্পের সদস্য আবদুস সামাদ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাকের মালামালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে দ্রæত হাসপাতালে নেওয়া হয়।’ লামা থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM