বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
ডেস্ক
বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ‘ফোর্বস’ ম্যাগাজিন। তালিকার ৫৯ নম্বরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ তালিকায় শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। টানা পঞ্চমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর।
ম্যাগাজিনটি মঙ্গলবার ক্ষমতাধর শীর্ষ নারীদের তালিকা প্রকাশ করেছে।
ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় এবার ৫৯তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ছিলেন ৪৭ নম্বরে।
মার্কেলের পর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহী হিলারি রডহ্যাম ক্লিনটন।
তৃতীয় অবস্থানে আছেন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস।
চার নম্বরে স্থান পাওয়া ক্ষমতাশালী নারী হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলিন, যিনি গত বছর ছিলেন দ্বিতীয় স্থানে। পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রধান নির্বাহী ম্যারি বারা।
ক্ষমতাধর নারীর এবারের তালিকায় আরো আছেন, ষষ্ঠ: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ, সপ্তম: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, অষ্টম: ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সেরিল স্যান্ডবার্গ, নব্ম: ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি ও দশম: মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
বিশ্বে নীতি নির্ধারণীতে প্রভাব, কী পরিমাণ অর্থ নিয়ন্ত্রণ কিংবা অর্জন করেন এবং গণমাধ্যমে উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নম্বর দিয়ে এই তালিকা তৈরি করে ‘ফোর্বস’।
মন্তব্য করুন