শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

খুটাখালীতে বন বিভাগের অভিযানে ১২টি অবৈধ স্থাপনা উচ্চেদ

খুটাখালীতে বন বিভাগের অভিযানে ১২টি অবৈধ স্থাপনা উচ্চেদ

অনলাইন বিজ্ঞাপন

মোস্তফা কামালঃ

কক্সাবজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ চকরিয়া উপজেলার খুটাখালী পিয়াইজ্জা কাটা পাহাড়ী এলাকায় বন বিভাগের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা ১২টি বসত বাড়ী উচ্চেদ করা হয়েছে।

গত ১৩ ডিসেম্বর রবিবার সকাল ১১টা হইতে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফুলছড়ি মোহাম্মদ ইউছুফ আলীর নেতৃীত্বে পরিচালনাধীন অভিযানে অংশগ্রহণ করেন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজ্বী মোকাম্মেল কবির, ফুলছড়ি বন বিট কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, হেড ম্যান আবদু শুক্কুর সহ সকল ভিলেজারগণ অংশগ্রহণ করেন। এসময় অভিযানে উপস্থিত ছিলেন, সি.এম.সি কমিটির সহ-সভাপতি মোঃ আকতার কামাল।

প্রপ্ত তথ্যে জানা যায়, বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বন বিটের আওতাধীন খুটাখালী পিয়াইজ্জা কাটা পাহাড়ী এলাকায় বন ও ভূমি দস্যুরা বন বিভাগের জায়গা দখল নিতে এসব অবৈধ স্থাপনা ঘর নির্মাণ করে। বিষয়টি ফুলছড়ি বন বিট কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান তাহার রেঞ্জ কর্মকর্তা কাজ্বী মোকাম্মেল কবিরকে অবগত করিলে তিনি উক্ত বিষয়টি কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোঃ ইউছুফকে জানান, এতে তিনি ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা, কর্মচারী, হেডম্যান ও ভিলেজারদের সংঙ্গে নিয়ে উক্ত এলাকার এসব অবৈধ স্থাপনা উচ্চেদ অভিযান পরিচালনা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM